০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রত্যন্ত সীমান্ত গ্রামে শীতের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে পামডোর

  • প্রকাশের সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 13

ছবিঃ সীমান্তের আওয়াজ

শীতার্ত শিশুদের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার

নিজস্ব প্রতিবেদকঃ ৭ জানুয়ারি ২০২৬

তীব্র শৈত্যপ্রবাহে যখন অধিকাংশ মানুষ নিজ নিজ উষ্ণতায় ব্যস্ত, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পামডোর। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার নিজে মাঠে নেমে তার টিম নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে স্বল্প আয়ের পরিবারের শীতার্ত শিশুদের মাঝে গরম জামাকাপড় পৌঁছে দিচ্ছেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বলতে সাধারণত দেখা যায়—ব্যানার, মাইকিং আর জাঁকজমকপূর্ণ আয়োজন; যেখানে শীতার্ত মানুষদেরই এসে লাইনে দাঁড়িয়ে শীতবস্ত্র সংগ্রহ করতে হয়। কিন্তু পামডোর এই প্রচলিত ধারার বাইরে গিয়ে নীরব, আন্তরিক ও দরজায়-দরজায় পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছে, যা ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

আজকের তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই পামডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার ও তার টিম ভারত সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলার শ্রীমন্তপুর ও গোলাবাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকায় যান। সেখানে তারা শীতার্ত শিশুদের হাতে তুলে দেন প্রয়োজনীয় গরম পোশাক, যা শিশুদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এসব এলাকায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি হলেও সহায়তা পৌঁছায় কম। এমন সময় পামডোরের এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

পামডোর কর্তৃপক্ষ জানান, শীত মৌসুমজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সংস্থাটি আগামীতেও কাজ করে যাবে।
মানবিকতা যে নীরবে, প্রচারবিমুখভাবেই সবচেয়ে সুন্দর—পামডোরের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন তারই বাস্তব প্রমাণ।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

প্রত্যন্ত সীমান্ত গ্রামে শীতের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে পামডোর

প্রকাশের সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

শীতার্ত শিশুদের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার

নিজস্ব প্রতিবেদকঃ ৭ জানুয়ারি ২০২৬

তীব্র শৈত্যপ্রবাহে যখন অধিকাংশ মানুষ নিজ নিজ উষ্ণতায় ব্যস্ত, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পামডোর। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার নিজে মাঠে নেমে তার টিম নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে স্বল্প আয়ের পরিবারের শীতার্ত শিশুদের মাঝে গরম জামাকাপড় পৌঁছে দিচ্ছেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বলতে সাধারণত দেখা যায়—ব্যানার, মাইকিং আর জাঁকজমকপূর্ণ আয়োজন; যেখানে শীতার্ত মানুষদেরই এসে লাইনে দাঁড়িয়ে শীতবস্ত্র সংগ্রহ করতে হয়। কিন্তু পামডোর এই প্রচলিত ধারার বাইরে গিয়ে নীরব, আন্তরিক ও দরজায়-দরজায় পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছে, যা ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

আজকের তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই পামডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার ও তার টিম ভারত সীমান্তঘেঁষা জয়পুরহাট জেলার শ্রীমন্তপুর ও গোলাবাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকায় যান। সেখানে তারা শীতার্ত শিশুদের হাতে তুলে দেন প্রয়োজনীয় গরম পোশাক, যা শিশুদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এসব এলাকায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি হলেও সহায়তা পৌঁছায় কম। এমন সময় পামডোরের এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

পামডোর কর্তৃপক্ষ জানান, শীত মৌসুমজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণে সংস্থাটি আগামীতেও কাজ করে যাবে।
মানবিকতা যে নীরবে, প্রচারবিমুখভাবেই সবচেয়ে সুন্দর—পামডোরের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন তারই বাস্তব প্রমাণ।