
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৮ জানুয়ারী ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌন হয়রানি, যৌতুক ও মাদক প্রতিরোধে ইমাম, কাজী, যুবক ও যুবতীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। এছাড়া আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজেমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, জিন্দারপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) মোঃ আশরাফ আলী সিদ্দিকী, ইমাম মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন এবং সাংবাদিক লুৎফর রহমান ও আতাউর রহমান।
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও যৌতুক সামাজিক ব্যাধি, যা নারী ও শিশুর ভবিষ্যৎকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এসব অপরাধ প্রতিরোধে সমাজের ধর্মীয় নেতা, কাজী ও তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এসব অপরাধ নির্মূল করা সম্ভব।
কর্মশালায় ইমাম, কাজী, যুবক-যুবতী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং ভবিষ্যতে তারা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভূমিকা রাখবে।
























