০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি

  • প্রকাশের সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 33

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিবেদকঃ ১০ জানুয়ারী, ২০২৬

হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জয়পুরহাটে কর্মরত ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি সদস্যরা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জয়পুরহাট জেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০০ জন শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২০ বিজিবির অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত থেকে বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষ সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। তীব্র শীতে এসব এলাকার দরিদ্র মানুষের কষ্ট আরও বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এক শীতার্ত বৃদ্ধ বলেন, “এতো ঠান্ডায় কাজ করতে পারি না, চিকিৎসা নেওয়ারও টাকা নেই। বিজিবি আমাদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ ওদের ভালো রাখুক।”

আরেক নারী উপকারভোগী জানান, “কম্বল আর ওষুধ পেয়ে অনেক উপকার হলো। আগে কখনো এমন সাহায্য পাইনি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসীর মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি যে মানবিক বাহিনী হিসেবে কাজ করছে, এই কার্যক্রম তারই প্রমাণ। শীতের এই দুঃসময়ে বিজিবির এমন উদ্যোগ নিঃসন্দেহে অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি

প্রকাশের সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিবেদকঃ ১০ জানুয়ারী, ২০২৬

হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জয়পুরহাটে কর্মরত ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি সদস্যরা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জয়পুরহাট জেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩০০ জন শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২০ বিজিবির অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত থেকে বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষ সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া। তীব্র শীতে এসব এলাকার দরিদ্র মানুষের কষ্ট আরও বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবির নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এক শীতার্ত বৃদ্ধ বলেন, “এতো ঠান্ডায় কাজ করতে পারি না, চিকিৎসা নেওয়ারও টাকা নেই। বিজিবি আমাদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ ওদের ভালো রাখুক।”

আরেক নারী উপকারভোগী জানান, “কম্বল আর ওষুধ পেয়ে অনেক উপকার হলো। আগে কখনো এমন সাহায্য পাইনি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসীর মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি যে মানবিক বাহিনী হিসেবে কাজ করছে, এই কার্যক্রম তারই প্রমাণ। শীতের এই দুঃসময়ে বিজিবির এমন উদ্যোগ নিঃসন্দেহে অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।