
ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ জানুয়ারী ২০২৫
পৌষ মাসের শুরু থেকেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশা। এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। দিনের পর দিন সূর্যের দেখা না মেলায় বীজতলার চারাগুলো স্বাভাবিকভাবে খাদ্য তৈরি করতে পারছে না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক নিচু জমিতে বোরো মৌসুমের জন্য বীজতলা তৈরি করেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সূর্যালোকের অভাব ও অতিরিক্ত শিশির জমে চারাগুলোর শিকড় দুর্বল হয়ে পড়ছে। অনেক স্থানে চারার গোড়ায় পচন ধরেছে, কোথাও আবার চারা হলুদ ও বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আর মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে এসব বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের প্রস্তুতি ছিল। তবে বর্তমান বিরূপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
একজন কৃষক জানান, “এভাবে যদি কুয়াশা আর ঠান্ডা চলতে থাকে, তাহলে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নতুন করে বীজতলা তৈরি করলে সময় ও খরচ দুটোই বাড়বে।”
এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ বলছে, আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে তারা।
























