
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ মাসুম রেজা, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ জানুয়ারী ২০২৬
ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে চারদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধুরইল দহতপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মুন্না হোসাইন। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ নুর আলম মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের সভাপতি জনাব মোঃ শামীম মন্ডল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। চারদিনব্যাপী টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করছে। সার্বিক পরিচালনায় ছিলেন শামীম মন্ডল।


























