০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের দুই এবি পার্টির প্রার্থী

  • প্রকাশের সময় : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 23

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জানুয়ারি ২০২৬

আপিলের মাধ্যমে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির দুই প্রার্থী। নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জয়পুরহাট-১ আসনের প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান এবং জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস. এ. জাহিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-১ আসনের এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান জানান, নির্বাচন কমিশনে দাখিল করা তাদের আপিল গ্রহণ করা হয়েছে এবং প্রার্থিতা ফিরে পাওয়ায় তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া দুইটি আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে সুলতান মো. শামছুজ্জামানের হলফনামায় স্বাক্ষর না থাকা এবং জয়পুরহাট-২ আসনে এস. এ. জাহিদের মনোনয়নপত্রের সঙ্গে রিটার্ন ফরম দাখিল না করায় তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

ছবিঃ সীমান্তের আওয়াজ

পরবর্তীতে রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। সুলতান মো. শামছুজ্জামানের আপিল নম্বর ছিল ৮০ এবং এস. এ. জাহিদের আপিল নম্বর ছিল ৭৮।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাটের দুই আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল হলেও পাঁচজন প্রার্থী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের দুই এবি পার্টির প্রার্থী

প্রকাশের সময় : ০৯:৪৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জানুয়ারি ২০২৬

আপিলের মাধ্যমে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির দুই প্রার্থী। নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে জয়পুরহাট-১ আসনের প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান এবং জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস. এ. জাহিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-১ আসনের এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান জানান, নির্বাচন কমিশনে দাখিল করা তাদের আপিল গ্রহণ করা হয়েছে এবং প্রার্থিতা ফিরে পাওয়ায় তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া দুইটি আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে সুলতান মো. শামছুজ্জামানের হলফনামায় স্বাক্ষর না থাকা এবং জয়পুরহাট-২ আসনে এস. এ. জাহিদের মনোনয়নপত্রের সঙ্গে রিটার্ন ফরম দাখিল না করায় তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

ছবিঃ সীমান্তের আওয়াজ

পরবর্তীতে রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। সুলতান মো. শামছুজ্জামানের আপিল নম্বর ছিল ৮০ এবং এস. এ. জাহিদের আপিল নম্বর ছিল ৭৮।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাটের দুই আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল হলেও পাঁচজন প্রার্থী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।