০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কালাইয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 19

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জানুয়ারী, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বাসস্ট্যান্ড চত্বরে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্র-জনতা। সোমবার (১২ জানুয়ারি) উপজেলা ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালাই বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শহীদ হাদি হত্যার বিচার চাই’, ‘ইনকিলাব মঞ্চের শহীদ হাদি—আমরা ভুলিনি’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগানে কালাইয়ের রাজপথ মুখরিত করে তোলে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি। অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, শহীদ হাদির রক্ত বৃথা যেতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

কালাইয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জানুয়ারী, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বাসস্ট্যান্ড চত্বরে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্র-জনতা। সোমবার (১২ জানুয়ারি) উপজেলা ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালাই বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শহীদ হাদি হত্যার বিচার চাই’, ‘ইনকিলাব মঞ্চের শহীদ হাদি—আমরা ভুলিনি’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগানে কালাইয়ের রাজপথ মুখরিত করে তোলে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি। অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, শহীদ হাদির রক্ত বৃথা যেতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।