
ছবিঃ সংগৃহীত
রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণের কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা। এবার ফরমের মূল্য রাখা হয়েছে কেন্দ্রীয় পদে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।
বেলা সাড়ে ১২ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন পত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।
এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি আছে। আজ বিকাল ৩ টায় তাদের সাথে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর সিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচনী আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।


























