০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ডাকসু নির্বাচনে রাতের মধ্যেই প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

  • প্রকাশের সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 118

ছবিঃ সংগৃহীত
সহযোগী সংবাদ

ডেক্স রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। আজ রাতের মধ্যেই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর এমনটিই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

এক সংবাদ সম্মেলনে হামীম বলেন, ‘আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।’

এদিন, ডাকসু নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ এবং কবি জসীম উদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

আসন্ন ডাকসু নির্বাচনে আবিদ সহ-সভাপতি (ভিপি) ও হামীম সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে, শেষ দিন ছাত্রদলের নেতাকর্মীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেন। তবে সংগঠনটি এখনো প্যানেল ঘোষণা করেনি।

সোমবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্রদলের একাধিক নেতাকে পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।

আবিদ ও হামীম ছাড়াও এদিন ঢাবির ছাত্রদল নেতাদের মধ্যে বিএম কাউসার ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ অনেককে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

ডাকসু নির্বাচনে রাতের মধ্যেই প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

প্রকাশের সময় : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ছবিঃ সংগৃহীত
সহযোগী সংবাদ

ডেক্স রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। আজ রাতের মধ্যেই নিজেদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর এমনটিই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

এক সংবাদ সম্মেলনে হামীম বলেন, ‘আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।’

এদিন, ডাকসু নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ এবং কবি জসীম উদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

আসন্ন ডাকসু নির্বাচনে আবিদ সহ-সভাপতি (ভিপি) ও হামীম সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে, শেষ দিন ছাত্রদলের নেতাকর্মীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেন। তবে সংগঠনটি এখনো প্যানেল ঘোষণা করেনি।

সোমবার দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্রদলের একাধিক নেতাকে পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।

আবিদ ও হামীম ছাড়াও এদিন ঢাবির ছাত্রদল নেতাদের মধ্যে বিএম কাউসার ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানসহ অনেককে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।